logo

আজ থেকে চালু হচ্ছে নরসিংদী জেলা পরিষদ ডিজিটাল সেন্টার

দেলোয়ার হোসেন শরীফ: বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার মূল কেন্দ্র বিন্দু হচ্ছে বর্তমান সরকারের ডিজিটাল সিস্টেম চালু করা। ডিজিটালের ছোঁয়া সাড়া দেশের ন্যায় ইতোমধ্যে নরসিংদীতেও বিরাট প্রভাব পড়তে শুরু করেছে। জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণ পাচ্ছে ই-সেবা। দেশের ৬১টি জেলা পরিষদে (পার্বত্য ৩টি জেলা ব্যতিত) ডিজিটাল সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। যাতে করে সাধারণ জনগণ সরকারের উন্নয়ন মূলক সকল প্রকারের ডিজিটাল ই-সেবা হাতের নাগালেই পেতে পারে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকে নরসিংদী জেলা পরিষদ ডিজিটাল সেন্টার (জেডপিডিসি) পরিষদ ভবনে চালু হতে যাচ্ছে।

নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, শুরুতে আমাদের সেবার পরিধি কিছুটা কম হলেও ধীরে ধীরে সরকারের সকল প্রকারের উন্নয়ন মূলক ই-সেবা সিস্টেম চালু করা হবে। বর্তমানে কম্পিউটার কম্পোজ, পাবলিক পরীক্ষার ফলাফল, ভিসা চেকিং, পর্চার আবেদন ফরম, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, স্কাইপি-তে কথোপকথন, ইমেইল গ্রহণ ও প্রেরণ, ছবি ও চিঠিপত্র ডাউনলোড, বৈদ্যুতিক মিটারের আবেদন, ইন্টারনেট ব্রাউজিং, চাকুরীর আবেদন সহ অন্যান্য সেবা সমূহ চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জেলা পরিষদের ডিজিটাল সেবা কেন্দ্র হতে সাধারণ জনগণ স্বল্প অর্থের বিনিময়ে এ সকল সেবা পেয়ে থাকবে। জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের একজন উদ্যোক্তা হিসেবে সাধারণ জনগণের সেবার জন্য মো. জাহাঙ্গির আলম দায়িত্ব পালন করবেন। এছাড়াও অন্যান্য ই-সেবা সিস্টেম অতি দ্রুত চালু করার প্রক্রিয়া নরসিংদী জেলা পরিষদ কর্তৃপক্ষ হাতে নিয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে