স্পোর্টস ডেক্স :
শ্রীলংকা সফরের আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে। জাতীয় দলের দুই সদস্য করোনা টেস্টে পজিটিভ হওয়ায় বাড়তি সতর্কতাস্বরূপ ১১ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
আইসোলেশনে থাকা সেই ১১ জন হলেন- সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ ও সাইফ উদ্দিন। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত তারা আইসোলেশনে থাকবেন।
লংকান সফরের জন্য শনিবার ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ডাক পাওয়া ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের ১৮ ও ১৯ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করা হয়।
পরীক্ষায় দুইজনের ফল পজিটিভ আসে। দুইজনের শরীরে করোনার আলামত পাওয়ায় বাড়তি সতর্কতার অংশ হিসেবে ওই দুজনের সংস্পর্শে যারা এসেছেন তাদের আইসোলেশনে পাঠানো হয়। তারা মিরপুরের একাডেমি ভবনে আইসোলেশনে রয়েছেন।
আইসোলেশনে বাংলাদেশ দলের ১১ ক্রিকেটার
প্রকাশ : Sep 20, 2020 | Comments Off on আইসোলেশনে বাংলাদেশ দলের ১১ ক্রিকেটার
