ঘটনা প্রবাহ ডেস্ক :
আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, শিক্ষাবিদ, সংস্কৃতিজন অধ্যাপক নাজমা রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বাংলাদেশ সময় আজ শনিবার সকাল ৭টা ১০ মিনিটে তিনি আমেরিকার আরিজোনার মিসায় ব্যানার বয়উড হার্ট হাসপাতালে ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৬৬। তিনি দুই মেয়ে, একভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। মৃত্যুর সময় তার পাশে ছিলেন বড় মেয়ে তানিয়া রহমান লুনা, মেঝ মেয়ে সোমা এবং তার ছোটভাই মসনুর আহমেদ ও তার পরিবারের সদস্যরা।
প্রয়াত অধ্যাপক নাজমার পরিবারের পক্ষ থেকে দেবর মুক্তিযোদ্ধা ও সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ফয়েজুর রহমান জানান, অধ্যাপক নাজমা রহমান আমেরিকার আরিজোনায় তার বড় মেয়ে তানিয়া রহমান লুনার বাসায় অবস্থার করে গত দুই বছর ধরে চিকিৎসারত ছিলেন। গত ১৬ আগস্ট তিনি গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে তাকে গত তিনদিন লাইফ সাপোর্টে রাখা হয়। আমেরিকার সময় ১৯ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে (বাংলাদেশ সময় আজ শনিবার সকাল ৭টা ১০ মিনিট) তিনি শেষ নিঃম্বাস ত্যাগ করেন।
ছাত্র জীবনেই নাজমা রহমান রাজনীতির সাথে জড়িত হন। ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করেন। আশির দশকে তিনি বাংলাদেশ আওয়ামীলীগে যোগ দেন। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন (১৯৯৭ থেকে ২০০১) ও এর আগে তিনি দীর্ঘদিন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। তার স্বামী মুজিবুর রহমান বাদল দৈনিক সংবাদের চীফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সকাল বার্তার সম্পাদক ছিলেন। অধ্যাপক নাজমা রহমান সাপ্তাহিক পূর্বানী, চিত্রালী ও দৈনিক সকাল বার্তায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন।